সোমবার ● ১৭ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » ৩১ আগস্ট ছিল বিরল ব্লু মুন বা নীল চাঁদের পূর্ণিমা
৩১ আগস্ট ছিল বিরল ব্লু মুন বা নীল চাঁদের পূর্ণিমা
গত ৩১ আগস্ট ছিল বিরল ব্লু মুন। ব্লু মুন আভিধানিক অর্থে নীল চাঁদ হলেও জ্যোতির্বিজ্ঞানে এর মানে দাঁড়ায় একই মাসে ঘটা দ্বিতীয় পূর্ণিমা। আমরা প্রতি মাসে একটি পূর্ণিমা দেখতেই অভ্যস্ত। কিন্তু কখনো কখনো একই মাসে দুইটি পূর্ণিমার দেখা মিলে, যা একটি আকর্ষনীয় মহাজাগতিক ঘটনা। গড়ে প্রতি ২.৭ বছরে একবার ব্লু মুন সংঘটিত হয়ে থাকে। যদিও একে নীল চাঁদ বলে অভিহিত করা হয় কিন্তু এই পূর্ণিমা দেখতে মোটেই নীল নয়। পরবর্তী ব্লু মুনের দেখা মিলবে ২০১৫ সালের ৩১ জুলাই।