শনিবার ● ২১ জুলাই ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » প্রকৃতি থেকে কার্বন ডাই-অক্সাইড টেনে নেয়ার নতুন আবিস্কার
প্রকৃতি থেকে কার্বন ডাই-অক্সাইড টেনে নেয়ার নতুন আবিস্কার
বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাসকে শোষণে সক্ষম এমন এক ছিদ্রবহুল জিনিস তৈরি করেছেন বিজ্ঞানীরা। এনওটিটি-২০২ নামের এ জিনিসটি ‘ধাতব-জৈব কাঠামো’ যা অনেকটা স্পঞ্জের মতো কাজ করে। বিজ্ঞান সাময়িকী নেচার-এ এই তথ্য প্রকাশ করা হয়।
উচ্চ চাপে এনওটিটি-২০২ কয়েক ধরনের গ্যাস টেনে নেয়। কিন্তু চাপ কমলে কার্বন ডাই-অক্সাইডকে ধরে রেখে বাকি সব গ্যাস ছেড়ে দেয়। ধাতব-জৈব কাঠামো দিয়ে গ্যাস ধরে রাখার বিষয়টিতে গত কয়েক বছর ধরে চিন্তা-ভাবনা চলেছে।এ জিনিসটি কার্বন আটকানো, মজুদ এমনকি কল-কারখানা বা বিদ্যুত কেন্দ্র থেকে কার্বন অপসারণের কাজে ব্যবহার করা যাবে।
এ ধরনের জিনিসের কেন্দ্রে থাকবে ধাতব অণুরাজি এবং একে ঘিরে দীর্ঘ আকারের কার্বন যুক্ত শিকল থাকবে। এর আগে কার্বন আটকে দেয়ার জন্য যেসব জিনিস বানানো হয়েছিলো সেগুলোর ধারণ ক্ষমতা খুব বেশি ছিল না।