সোমবার ● ১১ জানুয়ারী ২০১০
প্রথম পাতা » সমকালীন প্রেক্ষাপট » জীবনের উৎস সন্ধানে - সুধীর কুমার দত্ত
জীবনের উৎস সন্ধানে - সুধীর কুমার দত্ত
প্রতীক প্রকাশনী সংস্থা থেকে প্রকাশিত
মূল্য: ৭৫ টাকা
১ম প্রকাশ: ফেব্রুয়ারি ২০০৬
প্রচ্ছদ: আলমগীর রহমান
পৃষ্ঠা সংখ্যা: ৮০
ISBN 984-446-104-9
বিজ্ঞানের এতো অগ্রগতির পরেও আমরা পৃথিবী, মানুষ ও প্রকৃতি সম্বন্ধে কতটুকুই-বা জানি? পৃথিবী নামক এই গ্রহটির জন্ম কোটি কোটি বছর পূর্বে, মানুষেরও আবির্ভাব কয়েক লক্ষ বছর আগে। এই পৃথিবী ও চেতনাশীল প্রাণী মানুষের জন্ম, বিকাশ ও নিরন্তর অগ্রগতির রহস্য উদ্ধারের চেষ্টা মানুষই করে আসছে হাজার হাজার বছর ধরে। সেইসব জ্ঞান কখনো নৃবিজ্ঞান, কখনো জ্যোতির্বিদ্যা, কখনো রসায়নশাস্ত্র, কখনো পদার্থবিদ্যা, কখনো জীববিজ্ঞান কি উদ্ভিদবিজ্ঞান ইত্যাদি অজস্র শাস্ত্রের অন্তর্গত। সব মিলিয়ে ভারি চমকপ্রদ কিন্তু জটিল বিষয়। লেখক সুধীর কুমার দত্ত এসব বিষয়ের অনেকগুলিই প্রাঞ্জল ভাষায় ও সাধারণ পাঠকের বোধগম্য করে বইটিতে তুলে ধরেছেন।