মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১১
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » বিশ্ব মহাকাশ সপ্হাহ ২০১১
বিশ্ব মহাকাশ সপ্হাহ ২০১১
বর্তমান প্রজন্মকে মহাকাশ সম্পর্কে অনুসন্ধিৎসু করতে এবং মহাকাশ সংক্রান্ত কল্যাণকর অবদানগুলোকে উৎসাহিত করার লক্ষ্যে ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ’ একটি বিশ্বজনীন উৎসব। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ঘোষণা অনুযায়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত ওয়ার্ল্ড স্পেস উইক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজনে প্রতি বছর অক্টোবর মাসের ৪-১০ তারিখে প্রায় সারা বিশ্বে পালন করা হয় ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ’। মূলতঃ দুইটি ঘটনাকে সামনে রেখে ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রথমটি হলো ১৯৫৭ সালের ৪ অক্টোবর পৃথিবীর অভিকর্ষের বাইরে প্রথম কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক-১’ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়, যা মহাকাশের অভিযানের পথ উন্মুক্ত করে দেয় এবং দ্বিতীয়টি হলো ১৯৬৭ সালের ১০ অক্টোবর চাঁদ এবং অন্যান্য মহাকাশীয় বস্তুসহ মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের প্রধান রাষ্ট্রসমূহ কতকগুলো মৌলিক নীতি মেনে চলার ক্ষেত্রে চুক্তিস্বাক্ষর করে। এই দুইটি দিনকে স্মরণ করেই ২০০৭ সাল থেকে প্রতিবছর ৪ থেকে ১০ অক্টোবর পালিত হয় ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ’।