মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » আধুনিক মানুষের ভাষায় রয়েছে নিয়ানডার্থালদের অবদান
আধুনিক মানুষের ভাষায় রয়েছে নিয়ানডার্থালদের অবদান
সম্প্রতি দুইজন বিজ্ঞানী প্রস্তাব করেছেন যে নিয়ানডার্থাল মানুষেরা নিজস্ব ভাষা ব্যবহার করতো এবং তাদের ব্যবহৃত শব্দভান্ডার হোমো সেপিয়েন্স প্রজাতির ভাষার ক্ষেত্রে অবদান রেখেছে। যদিও দ্বিতীয় ধারণাটি এখনো পরীক্ষাধীন,তবে প্রথম ধারণার ক্ষেত্রে যথেষ্ট প্রমানাদি রয়েছে। সাম্প্রতিক এক অনুসন্ধানের প্রেক্ষিতে এই প্রস্তাবনাগুলো করা হয়েছে, যেখানে বলা হয়েছে নিয়ানডার্থালরা আধুনিক মানুষদের পূর্বপুরুষদের সাথে সঙ্কর প্রজনন ঘটিয়েছে।
নেদারল্যান্ডের ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর সাইকোলিঙ্গোয়িস্টিকস এর গবেষক ড্যান দেদিউ ও স্টিফেন সি. লেভিনসন জানান, সংগৃহীত উপাত্ত এটিই নির্দেশ করে যে নিয়ানডার্থালরা আধুনিক মানুষের নিকট সম্পর্কীয়, যা প্রায় এক দশক পূর্বেই ধারণা করা হয়েছিল। তারা মত পোষণ করেন যে, প্রায় ৫ লক্ষ বছর আগে মানুষদের পূর্বপুরুষদের সাথে নিয়নডার্থালদের যে ভাষা বিনিময় হতো তা থেকে আধুনিক ভাষা এবং বাচনভঙ্গির উৎস সন্ধান করা যেতে পারে। তাদের গবেষণার বিস্তারিত গত ৫ জুলাই ফ্রন্টিয়ার ইন ল্যাঙ্গুয়েজ সায়েন্স জার্নালের অনলাইন সংখ্যায় প্রকাশিত হয়।
দেদিউ এবং লেভিনসন বলেন, এটি প্রতিষ্ঠিত যে নিয়নডার্থালরা আমাদের খুব নিকট আত্মীয়, যাদের রয়েছে প্রায় ৫ লক্ষ বছর আগের আমাদের একই পিতৃপুরুষ সম্ভবত হোমো হেইডেলবার্জেনসিস। কিন্তু এটি এখনো পরিস্কার নয় তাদের মানসিক সক্ষমতা কতটুকু অথবা কেনইবা হাজার বছরের সহাবস্থানের পরেও প্রায় ২৮,০০০ বছর আগে আধুনিক মানুষ তাদের জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করে নিলো। নতুন প্রাপ্ত তথ্য এবং পুরাতন তথ্যসমূহ পুনর্বিবেচনা করে আমরা এটিই অনুভব করছি যে তাদের ভাগ্য আমাদের সাথে জড়িয়ে গিয়েছিলো।
প্রত্নতাত্ত্বিক এবং জেনেটিক তথ্য প্রমান করে যে আফ্রিকায় নিয়ানডার্থাল এবং ডেনিসোভানস এর মিশ্র প্রজাতি থেকে আধুনিক মানুষের উদ্ভব। আমরা তাদের কিছু জীন বহন করে চলেছি এবং আমাদের ভাষা সম্ভবত তাদের ভাষাকেই সংরক্ষণ করছে।
সূত্র: ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর সাইকোলিঙ্গোয়িস্টিকস
[১৫ জুলাই, ২০১৩]